কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের টেস্ট ক্যাপ অর্থাৎ একটি ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ক্যাপের দাম উঠবে ২ লাখ ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।
এখন পর্যন্ত ২০২০ সালের জানুয়ারিতে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (৭ কোটি ৩ লাখ টাকা) বিক্রি হওয়া প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিনটা সবচেয়ে দামি ক্রিকেট স্মারক। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন শেন ওয়ার্ন।
১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে যে ক্যাপ পরে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান, সেই ক্যাপ আজ মঙ্গলবার সিডনিতে নিলামে উঠছে। ভারতের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান ৬ ইনিংসে করেছিলেন ৭১৫ রান। গড় ছিল ১৭৮ দশমিক ৭৫। ৩ শতকের পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরিও করেছিলেন এই কিংবদন্তি। চলমান ভারত সিরিজের মাঝেই এই ক্যাপ নিলামে তুলছে ‘বোনহ্যামস’ নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।
১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই কিংবদন্তী। ৫২ টেস্টে ৯৯ দশমিক ৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান করেছেন ডন ব্র্যাডম্যান। ২৯টি সেঞ্চুরির পাশাপাশি ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
/এসআইএন/এমএন
Leave a reply