রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

|

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় সংবাদ কর্মীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত কয়েকদিনে পেশাগত দায়িত্ব পালনকালে ও সংবাদ প্রকাশের জেরে বেশকিছু গণমাধ্যমে কর্মরতদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এমনকি বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

সাংবাদিকদের নিরাপত্তা ও হামলায় জড়িতদের গ্রেফতার দাবি করে বিক্ষোভ-মানববন্ধন করা হয়। এতে আশপাশের এলাকার সংবাদকর্মীরাও যোগ দেন। পরে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এসব ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে মহাসড়ক অবরোধের ঘোষণা দেন সংবাদকর্মীরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply