আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

|

জাবি প্রতিনিধি:

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিল বের করেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার একাংশের সংগঠক সোহাগী সামিয়া বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে সরকার এসেছে, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলেনি ভারত। সোমবার বাংলাদেশের দূতাবাসে যে হামলা হয়েছে, এখন পর্যন্ত তার সুরাহা হয়নি।

ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন– ভারতকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে আগের চোখে দেখলে ভুল করা হবে। আগামী দুই কর্মদিবসের মধ্যে যদি এই হামলার দায় স্বীকার না করা হয়, তাহলে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করতে বাধ্য হবো।

উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এ ঘটনাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় মঙ্গলবার ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতের পুলিশ। আর হামলার সময় দূতাবাসের দায়িত্বে অবহেলার দায়ে দেশটির পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply