প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমরা অসম্ভবকে সম্ভব করেছো। দেশকে বদলে ফেলেছ। তোমরা একটি বিজয় এনেছো, আরেকটি বিজয় আসবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, তোমাদের কারণেই রাষ্ট্র। তোমরাই রাষ্ট্রের অভিভাবক। এই ভূমিকা ভুলে যেও না। রাষ্ট্র যেন ঠিক পথে চলে, এটা তোমাদের দায়িত্ব। এ সময় শিক্ষার্থীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ঠিক থাকতে হবে। কতগুলো লোক বাজারমূল্য কবজা করে থাকবে, তা হতে পারে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছি। রমজান মাসে দ্রব্যমূল্য ঠিক রাখতে সরকার সর্বোচ্চ উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার সংস্কারের জন্য কমিশন রয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করব। আমরা স্থানীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে চাই। খুব কম জিনিস উচ্চ পর্যায়ে থাকবে।
এ সময় গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় সম্মান ও খেতাবের বিষয়ে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেয়। তখন ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানে হতাহতদের আমরা ভুলব না। তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে।
তিনি আরও বলেন, অর্থনীতির শ্বেতপত্র দিয়েছে কমিটি। অর্থনীতিকে ধ্বংসস্তুপে পরিণত করার দায় আওয়ামী লীগের। এই ধ্বংসস্তুপ থেকে বের হওয়া কঠিন। এ সময় সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না।
/আরএইচ
Leave a reply