পূর্বের সব সুবিধা বহাল এবং স্থায়ী সমাধানের দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় কমিটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কর্মসূচি পালন করে তারা। এর ফলে সকাল থেকে বিঘ্নিত হয় রেল চলাচল।
সরেজমিন দেখা যায়, নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি বেশিরভাগ ট্রেন। এতে ভোগান্তিতে পরে যাত্রীরা, অপেক্ষায় থাকতে হয় তাদেরকে।
কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, কিছুটা বিলম্ব হলেও স্বাভাবিক রয়েছে রেল চলাচল। এর আগে সোমবারও কর্মবিরতি পালন করেছে তারা।
/এমএইচ
Leave a reply