স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
রাঙ্গামাটির সাজেক থেকে ফিরেছে পর্যটকবাহী পরিবহনগুলো। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার পর সাজেক থেকে পর্যটকদের নিয়ে গাড়িগুলো ছেড়ে আসে।
জানা যায়, সাজেক পর্যটন কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে একটি দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রাঙামাটির স্থানীয় প্রশাসন আজ বুধবার সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেন।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে সাজেকে অবস্থান করা ৫শ’ পর্যটকের নির্ধারিত সময়ে ফেরা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। পর্যটকদের ভোগান্তি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিকেলে প্রায় সাড়ে ৪শ’ পর্যটক বিভিন্ন পরিবহনে করে ফিরতে শুরু করে।
এদিকে, রাঙামাটি প্রশাসনের পক্ষ থেকে সাজেকে আজ বুধবার পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করায় খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী কোন পরিবহন ছেড়ে যায়নি।
সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামিকাল (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে সাজেকগামী পর্যটকরা পূর্বের নিয়ম অনুযায়ী ভ্রমণ করতে পারবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহরও আগের মতই থাকবে। সকল পর্যটকদের সাজেক ভ্রমণে আমন্ত্রণও জানিয়েছে কটেজ মালিক সমিতি অব সাজেক।
/এমএইচ
Leave a reply