চা শ্রমিক সেজে দুই অধিনায়কের ট্রফি উন্মোচন

|

নতুন নতুন চমক উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আইরিশ ক্রিকেটাররা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশায় ভ্রমণ করেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চায়ের দেশ সিলেটে, চায়ের বাগানে ঢুকে চমক দিলেন দুই অধিনায়ক।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে দেখা যায় চা শ্রমিকের বেশে। চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে, দুজনের মাথায় গামছা। পিঠে সংগ্রহ করা চা-পাতা রাখার ঝুড়ি। বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক উঁচু করে ধরে রেখেছেন ট্রফি।

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এখন মিশন টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে; শুরু হবে দুপুর ২টা থেকে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply