নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা, আগে তারা ব্যবহার করেনি: বদিউল আলম মজুমদার

|

দুর্ভাগ্যবশত বিগত ইসি ক্ষমতার ব্যবহার করেনি। তাই নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, কমিশনের ওপর আস্থা ফেরানোটাই এখন মুল চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা রয়েছে। সেই আইনসমুহ প্রয়োগে কমিশন ঠিক কীভাবে কাজ করতে পারে সেসব নিয়েই সবাই মতামত দিয়েছেন।

তিনি বলেন, বিগত নির্বাচনে যেসব অপরাধ হয়েছে, সেসব ঘটনার বিচার করার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের মুল অনুষঙ্গ ভোটার তালিকা, ব্যালটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন নির্বাচন কমিশন নানা বিষয়ে মতামত দিয়েছেন। এসব মতামতের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও মতানৈক্য নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি পদক্ষেপ নেয়া যায় আলোচনায় সেটাই গুরুত্ব দেয়া হয়েছে। সামনে এসব বিষয় নিয়ে আরও আলোচনা হবে বলে জানান তিনি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply