সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা লেগে দেলোয়ার হোসেন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জেলা কেন্দ্রীয় রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে ঢুকছিল। এ সময় দেলোয়ার হোসেনসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান ওই যাত্রী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান।
/আরএইচ
Leave a reply