ঠাকুরগাঁও করেসপনডেন্ট:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়াগাঁও এলাকার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হারুন অর রশিদ ও আব্দুল খালেক। তারা ভুট্টার ব্যাবসা করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হারুন মারা যায়। এরপর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল খালেক মারা যান। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
/আরএইচ
Leave a reply