সাতক্ষীরা দিয়ে ভারতে পাচারের সময় ৬টি হনুমান উদ্ধার

|

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ ডিসেম্বর) জেলার বৈকারী সীমান্তের সাতানী এলাকা থেকে হনুমানগুলোকে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, ভারতে বন্যপ্রাণী পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা হনুমানগুলোকে রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বন্যপ্রাণী নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply