লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম ছাড়ালো ১ লাখ ডলারের মাইলফলক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ১ লাখ ডলারের ঘর ছাড়ায় এই ক্রিপ্টোকারেন্সির দাম। চলতি বছর বিটকয়েনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই অবশ্য অবিশ্বাস্য গতিতে বাড়ছে এর দাম। ট্রাম্প নির্বাচনে জয় পাওয়ার পর গত চার সপ্তাহেই দাম বেড়েছে ৪৫ শতাংশ।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের আমলে বিটকয়েনের গ্রহণযোগ্যতা বাড়বে। বিভিন্ন সময় এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। এ কারণেই এত বাড়ছে এর দাম। গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল প্রকাশের দিনই বিটকয়েনের দাম প্রথমবারের মতো পৌঁছে যায় ৭৫ হাজার ডলারে।
/এসআইএন
Leave a reply