আইসিসি থেকে সুখবর পেলেন সুপ্তা

|

১৬ মাস পর জাতীয় দলে ফিরেই আইরিশদের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন শারমিন সুপ্তা। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে সুখবর পেলেন এই ব্যাটার।

আয়ারল্যান্ড সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার বাছাইয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায়।

সিরিজের তিন ম্যাচে রান পেলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোর বিবেচনা করেছে আইসিসি। যেখানে ৬৯ দশমিক ৫০ গড়ে ১৩৯ রান করেন সুপ্তা।

আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৪৩ রান। আর তাতেই ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের শারমিন সুপ্তার সাথে যৌথভাবে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ড্যানি হজ ও দক্ষিণ আফ্রিকার নাদিনে ক্লার্ক।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply