ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ১২ জন ক্রু’কে উদ্ধার করলো পাকিস্তানের নৌ বাহিনী

|

মাঝ সমুদ্রে ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ক্রু’দের উদ্ধার করেছে পাকিস্তানের নৌ বাহিনী। বুধবার (৪ ডিসেম্বর) ইরান থেকে গুজরাটের বন্দর নগরী পোরবানদারে ফেরার জন্য রওনা দিয়েছিল ‘এমএসভি আল পিরানিপির’ নামের একটি জাহাজ।

রওনা দেয়ার এক পর্যায়ে ইরানের জলসীমা অতিক্রম করে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে প্রবেশের পর ডুবে যায় ১২ জন ক্রু নিয়ে এগিয়ে চলা জাহাজটি।

এসময় ডুবে যাওয়া ভারতীয় জাহাজটির ক্রুদের উদ্ধারে সহায়তার জন্য মুম্বাই থেকে যোগাযোগ করা হয় পাকিস্তান সিকিউরিটি এজেন্সি- পিএমএসএ’র সাথে।

খবর পেয়ে ভারতীয় জাহাজ আর ক্রু সদস্যের উদ্ধারে তৎক্ষণাৎ যৌথ অভিযান চালায় পাকিস্তান। জীবিত উদ্ধার করা হয় জাহাজে থাকা সবাইকে। উদ্ধারকৃতদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply