এই মুহূর্তে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হ্যারি ব্রুক। ২৩ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে ৮টি সেঞ্চুরি করে ফেলেছেন। আছে ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংসও। এই তরুণ তুর্কির অনবদ্য শতরানের ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইংল্যান্ড।
ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম ব্যাট করার আমন্ত্রণ জানান বেন স্টোকসকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৫৫ রান।
শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই হেনরির শিকার হয়ে ফেরেন ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রলি হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হলে ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর জো রুট ও জ্যাকব বেথেলকে দ্রুতই সাজঘরে ফেরান আগের টেস্টে অভিষিক্ত নাথান স্মিথ। মাত্র ৪৩ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৭৪ রান যোগ করে বিপর্যয় সামাল দেন হ্যারি ব্রুক ও ওলি পোপ। হ্যারি ব্রুক শতকের দেখা পেলেও ৬৬ রান করে আউট হন পোপ। আর ২ রান করে প্যাভিলিয়নের পথ দেখেন বেন স্টোকস। এই দুজনকেই সাজঘরে ফেরান পেসার ও’রোর্ক।
টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তোলা ব্রুক ১১৯ রানে ব্যাট করছেন। অন্যদিকে, ক্রিস ওকস অপরাজিত রয়েছেন ১৫ রানে। প্রথম ইনিংসে কত রানে গিয়ে থামে ইংলিশরা, এটাই এখন দেখার।
/এএম
Leave a reply