গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

|

গ্লোবাল সুপার লিগে কঠিণ সমীকরণের হিসাবে মিলিয়ে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে (ডিএলএস মেথড) হারিয়েছে রংপুর।

আগামীকালের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোট পাঁচটায়।

কালান্দার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের দল। শুরুতেই ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার ১৩ বলে ২২ রান করে আউট হন। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। তবে বৃষ্টি হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি ডিএলএস নিয়মে লাহোরের লক্ষ্য দাড়ায় ১১১ রানের।

জবাবে ব্যাট করতে নেমে কালান্দার্স প্রথম ওভারেই মেহেদীর বোলিং তোপে ৩ উইকেট হারায়। মেহেদী দ্বিতীয় ওভার করতে এসে আবারও মোহাম্মদ ফাইজানের উইকেট তুলে নিলে আরও চাপে পড়ে কালান্দার্স। মেহেদী ২ ওভার বল করে ১১ রান দিয়ে ৩ উইকেট পান। ৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান তোলে দলটি। এতে ২৩ রানে জয় পায় রংপুর।

উল্লেখ্য, চার ম্যাচের দুটিতে জিতে রংপুরের পয়েন্ট ৪। সমান পয়েন্ট গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের থাকলেও রান রেটে এগিয়ে যায় নুরুল হাসানরা। অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৪ ম্যাচের তিনটিতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply