সরবরাহ কম, বেড়েছে সব মাছের দাম

|

গত ৩ সপ্তাহ ধরে ঢাকার মাছ বাজারে মলিন দৃশ্য। ক্রেতাদের আনাগোনা কম। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ছুটির দিনেও তাদের দেখা মেলা ভার। সে হিসেবে দাম কমার কথা। কিন্তু কারওয়ানবাজারে উল্টো বেড়ে গেছে।

বলা হচ্ছে, রাজধানীতে হঠাৎ মাছের যোগান কমেছে। ফলে ছোট-বড় সব মাছের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত। যদিও ব্যবসায়ীদের দাবি, জেলা শহরের তুলনায় ঢাকায় মাছের দাম কম।

জানা গেলো, নদীতে কাঙ্ক্ষিত মাছ মিলছে না। ঠান্ডার দাপট বাড়ায় আহরনে আগের চেয়ে কম যাচ্ছেন জেলেরা। ফলে সরবরাহে টান পড়ছে। শুধু চাষের মাছ দিয়ে সে চাহিদা পূরণ করা কঠিন। একই ভোগান্তি ইলিশ নিয়ে। বড় সাইজ দূরের কথা, ছোট মাছের দাম শুনলেও পিলে চমকে উঠবে।

এদিকে, উপকূলে সামুদ্রিক মাছের যোগান আগের চেয়ে কম। এখানে ইলিশ নেই বললেই চলে। এর বাইরে রূপচাঁদা ও কোরাল বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা দরে। আকারভেদে চিংড়ির দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা।

তবে কিছুটা ভিন্ন আমেজ নোয়াখালী, ফেনী ও আশপাশের বাজারে। এখানে দাম কমেছে। আড়াইশ থেকে ৩শ’ টাকায় মিলছে ছোট ও মাঝারি সাইজের রুই-কাতল। ছোট মাছের কেজি ওঠা-নামা করছে ৫শ’ টাকার আশপাশে।

শীতের দাপট বাড়লে আড়তে চড়ে যেতে পারে মাছের দাম, এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply