স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং-এর দুই গ্রুপের সংঘর্ষে ৬ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সাথে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল।
আহতদের মধ্যে বোমায় গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।
/এমএইচ
Leave a reply