বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিস্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সংবাদ সূত্রের খবর, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষাণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক বক্তব্য দেন। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন।
ঈশ্বরাপ্পা ২০২২ সালের শুরুর দিকে দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত হয়েছিলেন। আর তার জেরে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর বিধানসভা ভোটেও আর দলের মনোনয়ন পাননি তিনি।
/এটিএম
Leave a reply