কুমিল্লায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

|

ছবি: সংগৃহীত।

মেডিকেল প্রতিবেদক:

কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর এলাকায় দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, জাহানারা বেগম (৪৫) ও জিয়ানা (১০) নামে। একই ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন। তারা হলেন, তানভী (৪), আয়েশা (১০) ও শাহিন (৫৪)।

আহত সিএনজি চালক শাহিন বলেন, সকালে কুমিল্লার মুরাদনগর দৌলতপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হয়।\

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কুমিল্লা থেকে নারী ও শিশুসহ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ‍্যে একজন নারী ও একজন শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply