ভারত-বাংলাদেশ দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কলকাতা। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার মাকোষ্ঠীতে হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে একাধিকবার উঠে আসে দু’দেশের বাণিজ্য সম্পর্ক ইস্যু।
দু’দেশের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য শুধু হোটেল ব্যবসা নয়, বৈদেশিক মুদ্রা বিনিময় ও পর্যটন শিল্পেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হোটেল পরিবহন পরিষেবা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি সাধারণ বাজারেও তার প্রভাব দৃশ্যমান।
ডিসেম্বর-ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময়। সেই সময় দু’দেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে।
শুধু পর্যটন নয় চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সেই আশঙ্কা থেকেই দুই সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরেই দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃশ্যমান চিড় ধরে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
/এমএইচআর
Leave a reply