কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো এক শিক্ষার্থীর

|

রাজধানী কাকরাইল এলাকায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়া তাসনিম ফেরদৌস তুলন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তামিম রহমান নামের অপর শিক্ষার্থী।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে, কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় হয় দুর্ঘটনাটি। স্বজনরা জানান, রাতে দুই বন্ধু একসাথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। কাকরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই মারা যায় তুলন। এছাড়াও আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি।

নিহত তুলনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। সে তিতুমীর কলেজে ফিজিওথেরাপি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলো। আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply