নিজের ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। রাজধানীতে ঢুকে পড়েছে বিদ্রোহী গোষ্ঠীরা। নিয়ন্ত্রণে নিয়েছে রাষ্ট্রীয় স্থাপনা। এরইমধ্যে দেশটির পরবর্তী নেতৃত্ব নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জলিলি।
রোববার (৮ ডিসেম্বর) সকালে রেকর্ড করা একটি বার্তায় তিনি বলেন, সরকার জনগণের নির্বাচিত যে কারও নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। নিয়মতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা এবং সরকার পরিবর্তনের সবরকম সহায়তা দেয়া হবে।
সরকারি সম্পদ নিরাপদে রাখতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আমার বাড়িতে অবস্থান করছি। সরকারি সকল কাজ, নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই কোথাও যাইনি। যাওয়ার ইচ্ছাও নেই।
সরকারি কোনো সম্পদ নষ্ট না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দিন শেষে এসব আমাদেরই। এদিকে, প্রধান বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এক বিবৃতিতে যোদ্ধাদের সব সরকারি স্থাপনা ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
/এটিএম
Leave a reply