ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক বিমানমন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ডিএসসিসির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার পর তাদেরকে এই মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, এর আগেও একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে এই চারজন রিমান্ডে ছিলেন।
/আরএইচ
Leave a reply