দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার থেকে বেরিয়ে গেল কয়েদিরা

|

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কের কুখ্যাত সেডনায়া কারাগার ভেঙে কয়েদিদের ছেড়ে দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা। রোববার (৮ ডিসেম্বর) সকালে এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়।

এ দিন সকালে কারাগারের গেট খুলে দিয়ে বন্দিদের মুক্ত করে দেন বিদ্রোহীরা। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এই কারাগারেই হাজার হাজার বিদ্রোহীদের অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

দামেস্কের একজন বাসিন্দা জানিয়েছেন, বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছেন শহরে। গোলাগুলির শব্দ শুনেছেন তিনি। দামেস্ক শহরের মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। 

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। দীর্ঘদিনের শাসক পালিয়ে যাওয়ার পর সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী ঘোষণা করেছে, আসাদ শাসনের সমাপ্তি দেশটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply