সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা: আমানউল্লাহ আমান

|

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার যেন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। সেজন্য তাদের মূলোৎপাটন করতে হবে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগের সকল জেলা ও মহানগরের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলীয় সাংগঠনিক বিষয়ে আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সব ইউনিটের দ্রুত কমিটি করতে হবে। সবাইকে নিয়ে এই কমিটি করতে হবে কাউকে বাদ দিয়ে নয়।

তিনি আরও বলেন, একাংশকে নিয়ে করলাম আরেক অংশ বাদ দিলাম তা হবে না। প্রয়োজনে প্রত্যেকটি থানা ইউনিয়নে আমাদের নেতারা যাবে। অতীত ভুলে সবকিছু নতুন করে সাজাতে হবে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত। সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও এ সময় বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply