পাবনা করেসপনডেন্ট:
পাবনার সুজানগরে কলেজের সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হাতে আলমগীর হোসেন নামে এক কলেজ অধ্যক্ষের লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে লাঞ্ছিত করা হয়। এসময় কলেজের অন্য শিক্ষকরা বাঁধা দিতে চাইলে তাদের ওপর চড়াও হয় নেতাকর্মীরা। পরে পুলিশ এসে আলমগীর হোসেনকে উদ্ধার করে।
আলমগীর সুজানগর নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ।
কলেজের শিক্ষকরা জানান, বেশ কিছুদিন ধরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও বিএনপি নেতা আব্দুল হালিম সাজ্জাদের নাম সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য তাদের সমর্থকেরা কলেজের অধ্যক্ষকে চাপ দিয়ে আসছিল। এ অবস্থায় কলেজের প্রতিষ্ঠাতা এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম নিজাম উদ্দিন প্রামানিকের ছেলে ব্যবসায়ী শহিদুর রহমানের নাম সভাপতি হিসাবে সুপারিশ করে এক সপ্তাহ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায় কলেজ কর্তৃপক্ষ।
তারা আরও জানান, সভাপতি হিসেবে শহিদুর রহমানকে মেনে নেন জাফির তুহিন ও সাজ্জাদ সর্মথকরা। তবে সেলিম রেজা হাবিব সর্মথকেরা বিষয়টি মেনে নিতে পারেননি। তারা শহিদুর রহমানের নাম বাদ দিয়ে অধ্যক্ষকে নতুন করে সেলিম রেজা হাবিবের নাম পাঠানোর জন্য চাপ দেয়। এতে অধ্যক্ষ রাজি না হওয়ায় তাকে তার কক্ষে লাঞ্চিত করা হয়। খবর পেয়ে পুলিশ এসে অধ্যক্ষ আলমগীর হোসেনকে উদ্ধার করে।
এ বিষয়ে বিএনপি নেতা সেলিম রেজা হাবিব জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কেউ তাকে এ ব্যাপারে কিছু বলেনি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে দ্রুত অধ্যক্ষকে উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
/এএস/এএম
Leave a reply