বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে। যা অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস’ অনুষ্ঠানে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করারও তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, কোনও ব্যবসায়ী অন্যায় করলে তার শাস্তি হতে পারে। কিন্তু এমন পদক্ষেপ নেয়া যাবে না, যাতে উৎপাদন ব্যাহত হয়। কোনও প্রতিষ্ঠান বন্ধ করাও ঠিক নয়।
আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় অনেকে ভালোভাবে ব্যবসা করতে পারছে না। এতে ঋণ পরিশোধ নিয়ে বিড়ম্বনা তৈরি হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করে তিনি বলেন, কিছু সার্কুলারের কারণে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে। তার মতে শুধু মুদ্রা সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না। বরং এর প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে।
/এমএন
Leave a reply