বাংলাদেশ যুবা ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

|

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুবা ক্রিকেট দলকে ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জেতে বাংলাদেশ। দারুণ অর্জনের সাক্ষী হওয়া টাইগার যুবারা দেশে ফেরার আগেই অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এ ছাড়াও এর আগে ওমানে যুব বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশ হকি দলকে ২০ লাখ টাকার আর্থিক পুরস্কার দেন তিনি। আর দ্বায়িত্ব পাওয়ার পর সাফ অনুর্ধ্ব-২০ জয়ী দলের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে সবচেয়ে বেশি ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেন সাফজয়ী নারী ফুটবল দলকে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply