সিরিয়া পুনর্গঠনে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

|

সিরিয়ায় ৫৪ বছরের রাজত্ব শেষ হয়েছে আসাদ পরিবারের। সবশেষ প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের তোপের মুখে বাধ্য হন দেশ ত্যাগে। রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাশার তার পুরো পরিবার নিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। এমন পরিস্থিতিতে দেশটির সরকার পুনর্গঠনে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, শেষ পর্যন্ত আসাদ সরকারের পতন হয়েছে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীরা আসাদ সরকারের পতন ঘটানোয় নতুন করে ভাবতে বাধ্য হবে বাইডেন এবং তার প্রশাসনকে। 

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, সিরিয়া ব্যাপক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিগত বছরগুলোতে প্রথমবারের মতো রাশিয়া, ইরান অথবা হিজবুল্লাহ কেউই আসাদ সরকারের জন্য উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেনি।

তিনি আরও বলেন, বেশ কয়েক বছর ধরে আসাদ সরকারকে কঠোর সমর্থন দিয়ে আসছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাদের সেই সমর্থন খসে পড়েছে। কেননা ২০২১ সালে, আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তারা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply