এইচটিএস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু সিরিয়ায়

|

বিদ্রোহী আবু মোহাম্মদ আল-জোলানি তাহরির আল-শাম (এইচটিএস) নামের গোষ্ঠীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়েছে সিরিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হচ্ছে মোহাম্মদ আল-বশিরকে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তার কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি আসাদ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। দু’জনের সাথে বৈঠক করেছেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।

নতুন সরকার প্রধান একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা জানিয়েছে এইচটিএস।

তবে, প্রশাসনে ভিন্নমতের এসব গোষ্ঠীর মধ্যে কীভাবে ভারসাম্য আনা হবে, তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়েও আছে সংশয়। বিশেষ করে, নতুন সরকার সিরিয়ার বিভিন্ন অংশে সক্রিয় অন্যান্য বিদ্রোহীদের স্বার্থকে কীভাবে দেখবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply