ভাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

|

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছে দুই বন্ধু। এ সময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা নগরকান্দা সীমান্তবর্তী নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরদোসর্দি গ্রামের হাবিব সরদারের পুত্র তাজিম সর্দার ও পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের পুত্র শাওন মাতুব্বর। আহত খালিদ শেখ বড়দিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিদ জুবায়ের নাদিম জানান, আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকী বলেন, ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতাল নেয়ার পথে মারা যায় আরেকজন। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply