রাজবাড়ী প্রতিনিধি:
‘তথ্য শক্তি জানবো, দূর্ণীতি রুখবো’ এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ধরনের তথ্য দিতে জেলার সরকারী ৩১ টি দফতর অংশ গ্রহণ করে।
তথ্য মেলার উদ্বোধনী সভায় রাজবাড়ী সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় সকলকে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিটি দফতরের তথ্যের প্রাপ্তি সহজ ও নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে তথ্য মেলায় স্থানপ্রাপ্ত স্টোল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
/এআই
Leave a reply