সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে আবারও ব্যর্থ টাইগাররা। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে মাহমুদউল্লাহ-তানজিম সাকিবের ব্যাটে ভর করে কোনোমতে দুইশ পার করেছে বাংলাদেশ। ৪৫ দশমিক ৫ ওভারে অলআউট হওয়ার আগে ২২৭ রান স্কোরবোর্ডে জমা করেছে সফরকারীরা।
আগের ম্যাচের মতো এ ম্যাচেও খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার কাজটা করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে তাদের ৯২ রানের জুটিতেই সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ তামিম দারুণ শুরু করলেও অপরপ্রান্তে থাকা সৌম্য সরকার মাত্র ২ রানে সজঘরে ফেরেন। এ সময় এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তানজিদ হাসান। এরমধ্যে ব্যক্তিগত চার রানে লিটন দাস ও ১ রান করে মেহেদী মিরাজ সাজঘরে ফেরেন। ৩৩ বলে ব্যক্তিগত ৪৬ রানে আউট হন তানজিদ। এতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৬৪ রান।
ক্রিজে তখন আফিফ ও মাহমুদুল্লাহ। ব্যক্তিগত ২৪ রানে তালুবন্দী হয়ে সাজঘড়ে ফেরেন আফিফ। এরপর মাত্র ১০ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন জাকের আলী ও রিশাদ হোসেন। তবে অপরপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন মাহমুদুল্লাহ। তার সাথে সংগ দেন তানজিম সাকিব। মাহমুদুল্লাহ ৯২ বলে ৬২ ও তানজিম সাকিব নেনে ৬২ বলে ৪৫ রান। এতেই মূলত মান বাঁচানো পুঁজি পায় বাংলাদেশ। শেষ উইকেটে ৮ বলে দুই চার ও এক ছক্কায় ১৫ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন শরিফুল ইসলাম। এতে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২২৭ রান।
/এমএইচ/আরএইচ
Leave a reply