ভারতীয় কোস্টগার্ডের হাতে বাংলাদেশের ৭৮ মৎস্যজীবী গ্রেফতার

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

বাংলাদেশের ৭৮ মৎস্যজীবীকে গ্রেফতার করেছে ভারতীয় কোস্টগার্ড। বর্তমানে তারা সেদেশের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুরের পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয়েছে ভারতীয় কোস্টগার্ডের ভেরিফাইড ফেসবুক ও টুইটার পেজে। এতে বলা হয়েছে, সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের দুটি জাহাজ ভারতের জলসীমার ভেতর মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক হওয়া ট্রলার দুটি হলো- এফবি মেঘনা-৫ ও এফভি লায়লা-২।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন,পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে আটক করে রেখেছে বাংলাদেশ। তাদের আইনি সাহায্য দেয়া হয়েছে। কিন্তু এখনও তাদের মুক্তি দেয়নি ঢাকা। এই বক্তব্যের সপ্তাহ না পেরোতেই ভারতীয় কোস্টগার্ড ৭৮ জন বাংলাদেশিসহ দুটি ট্রলার আটক করল।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply