বাশারের বাবার সমাধিস্থল পুড়িয়ে দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা

|

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের সমাধিস্থলে আগুন দিয়েছে বিদ্রোহীরা। খবর বিবিসি’র।

প্রতিবেদনে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হাফেজ আল-আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা। সে সময় আসাদের বাবার কবরের একাংশ আগুনে জ্বলছিল।

ভিডিওতে আরও দেখা যায়, সেখানে থাকা একটি কফিনও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, কফিনটি হয়ত ওই কবর থেকেই তোলা হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।

বাশারের বাবা ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তাকে লাতাকিয়ার কারদাহাতে পরিবারের পৈতৃক সমাধিতে দাফন করা হয়। তার মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতার মসনদে বসেন বাশার আল-আসাদ।

উল্লেখ্য, হাফিজ আল-আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা ও সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু আলাওতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তাদের প্রধান নিবাস ভূমধ্যসাগরের উপকূলে ও তুরস্কের সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply