হবিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

|

হবিগঞ্জ করেসপনডেন্ট:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে টেটাবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জনান, বাড়ির সীমানা নিয়ে পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply