তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনের কথা শুনলেই প্রতিক্রিয়া কেন? নির্বাচন বিষয়ে বারবার অবহেলা করা হচ্ছে কেন? নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার ধাপ।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভীর মতে, দ্বিধান্বিত মন্তব্য করলে জাতীয় ঐক্যে ফাটল ধরবে। রাজনৈতিক দল নিয়ে সর্তকতার সাথে মন্তব্য করা উচিত। রাজনৈতিক দলের সমালোচনা সরকারকে ভালো কাজে উৎসাহিত করবে।
বাংলাদেশ চূড়ান্ত গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, দ্রুত সংস্কারের কাজ শেষ করে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে বৃহস্পতিবার দলের যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সকাল ৯টায় মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে।
অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে ওইদিন সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হবে এবং রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। একই দিন দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে সার্বজনীন কনসার্ট হবে।
/এমএন
Leave a reply