সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশের

|

চিনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। সাড়ে ৭- সাড়ে ৬ ব্যবধানে জয় পেয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আসরের ১৪তম ম্যাচ ছিল।

১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেনের। তাই নিয়মানুযায়ী ১৪তম ম্যাচে যে আগে সাড়ে ৭ পয়েন্টে পৌঁছাবে সেই হবে চ্যাম্পিয়ন। দরকার হবে না টাইব্রেকার খেলার।

এ দিন ডি গুকেশ এক পয়েন্ট পেতেই পৌঁছে যান সাড়ে ৭ পয়েন্টে। নতুন রেকর্ড গড়ে হয়ে যান বিশ্বচ্যাম্পিয়ন। প্রথম ভারতীয় ও সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে হলেন বিশ্বচ্যাম্পিয়ন।

মাত্র ৭ বছর বয়সে দাবায় হাতেখড়ি হওয়া গুকেশ ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিনে হোন গ্র্যান্ডমাস্টার।

উল্লেখ্য, ২০২১ ও ২০২২ পরপর দুই বছর অংশ নেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দাবায়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply