বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) দাশপাড়া ইউনিয়নের বেইলী ব্রিজ সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চেয়ারম্যানের কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েল মোল্লাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, ২০২২ সালে বিএনপির এক সভায় হামলা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে তাদের। এদিকে ইউপি চেয়ারম্যান গ্রেফতারের পরই তার কার্যালয়ে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ।
চেয়ারম্যানে স্ত্রীর জানান, সকাল বেলা তাদের বাসভবনের সামনের সিসি ক্যামেরা ভেঙে ফেলে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত্ব। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান জাহাঙ্গীরকে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, থানার নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। চেয়ারম্যানের কার্যালয় ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
/এসআইএন
Leave a reply