স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৫দিন পর বিল থেকে লিটন (৪৪) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিটন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের মৃত আতশের ছেলে।
স্থানীয়রা জানায়, লিটন বানকিনা এলাকায় বন্ধুদের সাথে মাঝে মধ্যে জুয়া খেলতো। গত ৭ ডিসেম্বর সন্ধ্যার আগে কালোহা পশ্চিম পাড়ায় সে জুয়া খেলতে বসে। পরে গ্রামে হৈ হুল্লোড় শব্দ পেয়ে তারা কালোহা বিলের দিকে ছুটাছুটি করে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ হয় লিটন। বিলে লিটনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
/এসআইএন
Leave a reply