গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ জনের প্রাণহানি

|

গাজার নুসেইরাতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার চেষ্টা করছেন দুজন মানুষ। ছবি: রয়টার্স

সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজাজুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা। ২৪ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

সবচেয়ে ভয়ংকর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ জন। যাদের বেশিরভাই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।

হামলা অব্যাহত খান ইউনিস, দেইর আল বালাসহ অন্যান্য এলাকায়ও। নতুন করে আবার আরও দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

গত ১৪ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮৩৫ জন। আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply