দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালকে পিছিয়ে রেখে আরেকটি ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে। মূল ইতিহাস থেকে জাতিকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। গত ১৫ বছরের মতো আবার কেউ যাতে ইতিহাসকে বিকৃত না করতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।।
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন। এটিকে প্রতিহত করতে ঐক্য ধরে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে সরকারের জন্য খারাপ সময় আসবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট দিন-তারিখে সংস্কার শেষ হবে না। ভবিষ্যতে জনগণের সরকারই তা বাস্তবায়ন করবে। রোডম্যাপ ঘোষণা করলে জনগণ নির্বাচনমুখী হবে বলেও মন্তব্য করেন তিনি।
/আরএইচ/এমএন
Leave a reply