স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সাইকেল, ইলেকট্রিক চুলা ও ডিনারসেটসহ নানা পুরস্কার পেয়েছে ১৮ কিশোর-তরুণ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যের বাগ এলাকায় অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এমন আয়োজনে উচ্ছ্বসিত কিশোররা আর প্রশংসা করেছে স্থানীয়রা।
আয়োজক ও স্থানীয়রা জানান, স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদ্রাসা ও স্থানীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম শ্রেনী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া তরুণ-কিশোরদের ফজরের জামায়াতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেয়া হয়। এর মূল লক্ষ্য ছিলো এলাকায় মাদক সন্ত্রাস ও দুর্নীতি অপসারণের পাশাপাশি কিশোর থেকে তরুণদের নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা।
প্রায় দেড় মাস আগে দেয়া এ ঘোষণায় অনেক কিশোর-তরুণরা মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ১৮ জন টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে পড়তে সক্ষম হয়। আজ তাদের নিয়ে একটি কুইজ আয়োজন করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বেশি মার্ক পাওয়া চারজনকে সাইকেল, পর্যায়ক্রমে ছয়জনকে ইলেকট্রিক চুলা ও বাকি আটজনকে ডিনারসেট উপহার দেয়া হয়।
এদিকে নামাজে অংশ নেয়া শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা জানায়, শুধুমাত্র সাইকেল কিংবা অন্য পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনই নামাজ আদায়ের মূল্য লক্ষ্য ছিলো। তবে পুরস্কারের পেয়ে সবাই আনন্দিত।
/এমএইচ
Leave a reply