জুমার নামাজে ইমামতি করলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

|

সিরিয়ার ঐতিহাসিক উমায়্যাদ মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদটিতে মুসুল্লিরা জড়ো হয়ে তাকে স্বাগত জানান। এসময়, উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ খুতবাও প্রদান করেন তিনি। খবর রয়টার্স।

খুতবায় বিভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ আল বশির বলেন, স্বাধীনতার নতুন প্রতীক সিরিয়া। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর যার জন্ম হয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণ নেয়ার পর এই প্রথম রাজধানীর এই মসজিদটিতে সালাত আদায়ে ভিড় করেন সাধারণ মানুষেরা।

উল্লেখ্য, এর আগে সোমবার বিদ্রোহীদের সমর্থনপুষ্ট মোহাম্মদ আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply