পাবনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

|

পাবনা করেসপনডেন্ট:

পাবনার চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৈলানপুর এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু কল্পনা খাতুন (৯) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। তিনি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, কল্পনা খাতুন গত শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামি জালছায় যায়। রাতে আর বাড়িতে ফিরে আসেননি। সকালে পৈলানপুর মাঠের মধ্যে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply