ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল

|

কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নিতে ইচ্ছুক ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

জানা গেছে, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি আসনের মোট ভোটারের ন্যূনতম ১% ভোটারের সমর্থনের প্রমাণস্বরূপ তাদের স্বাক্ষরিত কাগজপত্র জমা দিতে হয়। মনোনয়নপ্রত্যাশী ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘এটা একটা অমূলক অজুহাত। আসলে নির্বাচন প্রক্রিয়াকে জটিল করতেই আমিসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরেুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ইমরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply