ছক্কার রেকর্ডে গেইলকে ছুঁলেন সাউদি 

|

টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানে দেখতে কিছুটা অবাক লাগলেও এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার তালিকায় সেরা চারে আছেন কিউই পেসার টিম সাউদি। হ্যামিল্টনের স্যাডন পার্কে প্রথম দিন বল হাতে না নিলেও ব্যাটিংয়ে নামতে হয়েছে তাকে। ১০ বলে ২৩ রানের ইনিংসে হাঁকিয়েছেন তিনটি ছক্কা। ক্রিস গেইলের সমান এখন তারও ৯৮ ছক্কা রয়েছে।

সাউদির শেষ টেস্টের প্রথম দিনে বোলারদের পারফরম্যান্সে খুব একটা হতাশ হওয়ার সুযোগ নেই ইংল্যান্ড অধিনায়কের। অলআউট না হলেও প্রতিপক্ষরা দিন শেষ করে ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে।

অথচ প্রথম সেশনে কোনো উইকেটই হারায়নি স্বাগতিকরা। লাঞ্চ বিরতির পর ইংল্যান্ডকে ব্রেকথ্রু এনে দেন গাস অ্যাটকিনসন। উইল ইয়াংকে (৪২) ফিরিয়ে ১০৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। ফিফটি তুলে নিলেও ম্যাথু পটসের শিকার হয়ে ৬৩ রানে থামতে হয় অধিনায়ক টম ল্যাথামকে। এরপর আর কোনো বড় জুটির দেখা পায়নি কিউইরা। দিনে তিনটি করে উইকেট নেন অ্যাটকিনসন ও পটস। এছাড়া ব্রাইডন কার্স দুটি ও স্টোকস নেন এক উইকেট।

পাল্টা আক্রমণ চালিয়ে ফিফটি তুলে নেয়া মিচেল স্যান্টনার অপরাজিত আছেন ৫০ রানে। তার সঙ্গে কাল দিনের খেলা শুরু করবেন শূন্য রানে অপরাজিত থাকা উইলিয়াম ও’ রুর্কি।

উল্লেখ্য, টেস্টের ছক্কার হিসেবে সাউদির ওপরে আছেন অ্যাডাম গিলক্রিস্ট (১০০), ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) ও বেন স্টোকস (১৩৩)।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply