ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে জর্জিয়ার পার্লামেন্ট। ক্ষমতাসীন জোটের এই সদস্য ইউরোপীয় ইউনিয়নের বিরোধী এবং রাশিয়াপন্থী মনোভাবের জন্য পরিচিত বলে জানা গেছে।
দেশটির সংসদে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেছেন। ৫৩ বছর বয়সী এই প্রার্থীই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।
রাজনীতিবিদ হওয়ার আগে কাভেলাশভিলি একজন ফুটবলার হিসাবে সফল ক্যারিয়ার পার করে এসেছেন। তিনি ম্যানচেস্টার সিটি, দিনামো তিবিলিসি, স্পার্তাক ভ্লাদিকাকজ এবং বাসেল এবং জুরিখের গ্রাসহোপার্সসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে মোট ১৬৬ গোল করেছেন তিনি। জর্জিয়ার জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন এই স্ট্রাইকার।
জর্জিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র। সেখানে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক।
এদিকে কাভেলাশভিলি নির্বাচিত হওয়ার পর জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে বিক্ষোভকারীদের রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো সমাবেশ করতে দেখা যায়।
সদ্য সাবেক প্রেসিডেন্ট জোরাবিচভিলি এই সপ্তাহের শুরুতে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে বলেছিলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি প্রাসাদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, যখন নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আমি সানন্দে আমার আসনটি তার কাছে ছেড়ে দেব।
২০২২ সালের গ্রীষ্মে নবগঠিত পিপলস পার্টিতে যোগ দেওয়ার আগে কাভেলাশভিলি জর্জিয়ান ড্রিমের সদস্য ছিলেন। বর্তমানে পার্লামেন্টে আটটি আসন পাওয়া দলটি ক্ষমতাসীন জোটের শরীক।
/এমএইচআর
Leave a reply