সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় আজাদ সরদার (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুচিয়ামারা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ সরদার একই উপজেলার পূর্ব মাধনগর এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তিনি পেশায় মুরগীর খামারি ছিলেন।
মাধনগর রেলওয়ে স্টেশনের মাস্টার মমিন উদ্দিন জানান, রেলওয়ে ব্রীজ পারাপারের সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আজাদ সরদার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
/আরএইচ
Leave a reply